নাম আছে ভাই সুশীল সমাজে, নাম আছে দেশ জুড়ে
নামটি চেনে অনেক মানুষ লাখো নামের ভীরে।
মনে মনে আমি বলে এখনি সময় ভাই।
চেতনা আছে হাজার রকম তা বিকিয়েই খাই।
লোকে জানে সমাজের আয়না, এর চেয়ে বেশি হয় না।
আরও বলে প্রজ্ঞারঘর, আমি বলি ছাই।
মুখটা ছাড়া আমার তেমন বলার কিছু নাই।
আমি তো সে যে কিনা চেতনা বিকিয়ে খাই।
আছে আমার নানান যশ, খ্যাতির কমতি নাই।
মাঝে মাঝে টক শো তে গিয়েও কথার কই ফোটাই।
আমি তো সেই কবে থেকেই চেতনা বিকিয়ে খাই।
লোকে কয় আমার মতন বিবেকবান আর নাই।
আমি বলি আমার সম্বল যুদ্ধের চেতনা ভাই।
আমি তো সেই কবে থেকেই চেতনা বিকিয়েই খাই।
জ্ঞাতি-গুষ্ঠি বংশের মাঝে মুক্তিযোদ্ধা নাই।
তাতে কি!
এই বিষয়ে আমার কোন জানার বাকি নাই।
আমি তো সেই পূর্ব থেকেই চেতনা বিকিয়ে খাই।
দেখেছি আমি মুক্তিযুদ্ধ, তবে যুদ্ধ করি নাই।
দেখেছি আমি শাপলা চত্বর, দেখেছি সাহাবাগ।
মনে পড়ে যতটুকু আর কিছুই দেখি নাই।
অন্যর ডোল পিঠাতে পারি, নিজের বলে কিছু নাই।
ভাইরে, আমি সেই কবে থেকেই চেতনা বিকিয়ে খাই।
ছেলে পড়ে সন্ধ্যা ক্লাসে, মেয়ে পড়ে প্রাইভেটে।
যত বুদ্ধি তাদের পেটে, বুয়েট কুয়েট ছাই।
মদনের ছেলে ডাক্তারি পড়ে, শোনার সময় নাই।
গাঁয়ে আমার কথার উপর কোন কথা নাই।
চেতনা দিয়েই সব করেছি, চেতনা বিকিয়েই খাই।