মরীচিকা ময় স্বপ্নের ঠিকানা
অন্ধকারের কালো ছায়ায় আবৃত জীবন সীমানা।
ভাবছি কী হবেটা কী
হাজারও প্রশ্ন চলার পথে দেয় উঁকি?
বুঝিনা এ কেমন বেঁচে থাকা
স্বপ্ন গুলো ধ্বংস হলো হয়ে গেলাম একা।
মনের বেলা ভূমিতে একেলা হেঁটে চলি
নিজের সঙ্গী নিজে হয়ে,
ভালো থাকার মূহুর্তটা একটু একটু করে যায় হারিয়ে।
ছুটেছিলাম স্বপ্ন পূরনের টানে স্বপ্নের সাগরে
পৌঁছাতে পারিনি সে লক্ষ্যে,
তলিয়ে গিয়েছিলাম স্বপ্নের বালুচরে।
আমি কি পারবোনা আমার স্বপ্নটাকে করতে জয়
সূখের বিলাসিতা হবে না অর্জন,
হয়ে যাবে সব দুঃখময়।
মন চাই আর ছুটে যাবো না কোন স্বপ্নের টানে
মনকে বাঁধা দেয় মন নাহি কথা শোনে।
নির্ভরতা চলে গেলে ভেঙে যায় আশা
কি ভাবে কটাবো সময় আমি খুজে পাইনা দিশা।
একি আমার কপালের লিখন
নাকি জীবনের পাওনা ছিলো,
স্বপ্নের ঠিকানা অতলে হারিয়ে মরিচিকাময় হয়ে গেলো।