আমি আজ বিরহী
অনেক বেদনার মাঝে বসবাস,
সুখটাকে খুঁজি তবুও পাইনা
ছাড়ি শুধু দীর্ঘশ্বাস।
মনের ভেতরে বইছে শুধু
কষ্টের এক নদী,
ভাবনা গুলি কি মিথ্যা হয়ে যাবে
তাই বিরহে আমি কাঁদি।
কালো মেঘে ঢেঁকে আছে
আমার সাজানো পৃথীবীটা,
হারিয়ে গেছে তারা গুলি
আর সুখের চাঁদটা।
জানি না পাবো কী না
সাজানো পৃথীবীটাতে কখনও আলো,
কাঁটবে নাকি সুখের দিন
থাকবো আমি ভালো।
কবে যে হবো আমি
সবার থেকে সুখী
সুখটাকে কাছে পেতে
এ বিরহী মনে
তাইতো আজও সপ্নটা দেখী।