ছন্নছাড়া হয়ে বেছে নিয়েছি
পথের ঠিকানা,
যতই এগিয়ে যাই সামনের দিকে
অদূর হতে থাকে পথের সীমানা।


অচেনা পথে হেঁটে চলছি আজও
খু্জে পাইনি পথের দিশা,
মধ্যে পথে দাড়িয়ে আছি
চারিদিকে শুধু হতাশা।


ঘুরে ফীরে চেয়ে দেখি চারিদিকে
সামনে কী দেখা যাচ্ছে পথের বাঁক,
কাছে গেলে দেখী কিছুই নই
হই আমি অবাক।


তবুও হেঁটে যাই খুজে যাই
পথের শেষ,
হাঁফিয়ে যাচ্ছি ক্রমে
ফুরিয়ে যাচ্ছে নিঃশ্বেস।


জন মানব হীন ছায়া বৃত্ত
হারা এ পথের আকার,
সব ছেড়ে আজ সঙ্গি
ঠিকানা হীন এ পথ আমার।