বাস্তবতার জীবন অনেক কঠিন,
কারও জীবনে সুখ মেলে আবার
কারও জীবনে দূরদিন।
জীবন চলার মধ্যে থাকে আনন্দ-হতাশা,
বাস্তবতার জীবনে রয়েছে
ব্যার্থতার প্রানজল আর আছে নিরাশা।
দুঃখটাকে জয় করতে পারে সকল মানুষ,
তাই তাদের জীবনটা কাটে দুঃখে
যারা পারে অর্জন করতে তারাই থাকে সুখে।
যে মানুষ অর্জন করতে পারে সফলতাকে,
সে মানুষেরাই থাকে ভালো
সেই পারে না যার জীবন হলো অগোছালো!
জীবন নামের নৌকাটা বাস্ততার নদী ধরে
ভেসে চলে এঁকে বেঁকে,
একদিন থমকে যাবে নৌকাটি তার শেষ দেখে।
সপ্নটাকে অনুভবে সবাই কাছে পাই
সকল মানুষ পারে নাকো ছুঁতে,
সময়টা পেরিয়ে যাই হরেক রকম দুশ্চিন্তাততে।
বাস্তবতার চিত্রটা অন্য রকম
সুখ আর দুঃখ দিয়ে আঁকা,
পাইনা সকলে বাস্তবতার জীবনে সুখের দেখা।
কবি বলে বাস্তবতার জীবনটাই হলো
সকল মানুষের মূল জীবন,
আবেগ দিয়ে চলতে পারেনা তাই বাস্তবতার ভুবন।