ভাবুক আমি তাই,
ভাবনার ভেতরেই থাকি ॥
ভেবে ভেবে সময়ের কাঁটাটা,
নীরবে শুধু দেখী ॥
কখন যে ফুরিয়ে যায় সময় বুঝতে পারিনা,
তাই উদাস হই আমি,
হই যে আনমোনা ॥



সুখ হলো যে পর আমার,
দুঃখ হলো যে আপন
ভাবনাতেই মগ্ন থাকে আমার এ মন ॥
এই ধরনীতে একা আমি,
একাকিত্বর ভেতরে কাটে জীবন
আমার দুঃখের মাঝেই,
সাজানো সপ্নের ভুবন ॥
শুন্য আমার পৃথীবী,
কিছু নেই আমার পৃথীবীতে
আমার আশা ভরসা,
পুরাটাই রয়েছে ভাবোনার মাঝেতে॥

°°° সমাপ্ত °°°