মানুষ কেন হয় অমানুষ?
সে তো মানুষ তার নেই
কী কোন হুশ?
কেন করে রাহা জানি
কেন করে হানা হানি?
এটাতো নই কোন কাজ
সে তো মানুষ তার থাকতে হবে লাজ।
মানুষ মানুষের কেন করে বিবাদ
কেন করে তান্ডব,
কেন করে রক্ত পাত?
সৃষ্টির সেরা জীব মানব জাতী
সেটা শুনে হয় ধন্য!
তবুও কেন যে মানুষ হয়ে
কাজ করে জঘণ্য।
মানুষ হয়ে অন্য মানুষকে
কেন করে আঘাত?
ধংস করে অন্যর বাসস্থান
কেড়ে নেই তার মুখের ভাত।
নির্বিচারে নষ্ট করে কেন
অন্য মানুষের মান
বিনা কারনে মেরে ফেলে
কত যে নিস্ব প্রাণ।
মানুষ কেন হয় অমানুষ?
সে তো মানুষ তার নেই
কী কোন হুস?
হীংস্রতা ভালো নই লেখা
আছে সকল ধর্মে,
চিরকাল বেঁচে থাকে মানুষ
তার রেখে যাওয়া কর্মে।