পিতা-মাতাই গুরুজন মোদের
পিতা-মাতাই শ্রেষ্ঠ,
যে দিবে পিতা-মাতার মনে আঘাত
সেই হবে পথ ভ্রষ্ট।
মোরা হলো পিতা-মাতার কাছে
তাদের দু-চোখের মনি,
এমন কোন কথা বলিব না পিতা-মাতাকে
যার কারণে ঝরবে তাদের চোখের পানি।
কত শাসন করে তারা
মোদেরই ভালোর জন্য,
শুনিবো মোরা পিতা-মাতার কথা
করিব তাদের মান্ন্য।
খোদার পরেই পিতা-মাতা
তাই পিতা-মাতাই হলো মহান,
করিব মোরা পিতা-মাতার সেবা
করিব তাদের সম্মান।
...সমাপ্ত...