আশায় বাঁচে প্রাণ
স্বপ্ন বাঁধে ঘর,
তবু কিছু মায়ায়
আমিই আমার, স্বপ্নও হয় পর।
ঘুমখানি ডেকে দেয়
পৃথ্বীর আলো ধারা,
ভ্রান্তিটুকু কেটে গেলে
জীবন যেন সারা।
আমি বাঁধি স্বপ্নকে
আর স্বপ্ন করে দূর,
বুকেতে ভরিয়া হাসি
সে কর্কশে দেয় সুর।
স্বপ্ন হারানোর মতো
দেখিলে বাঁচে প্রাণ,
আক্ষেপ কেবলি প্রত্যাশায়
অন্তিমে মরে মান।
আঁধারে সূর্য হইবে সম্বল
নিশিতে দিবা আনিবে,
তেমনি স্বপ্ন শক্তির উৎফল
শয্যাগত যন্ত্রণাও ভুলিবে।
স্বপ্ন ডানা মেলে
উড়ে যায় আকাশ পথে,
নিবু প্রদীপ জ্বলজ্বলে উঠে
কোমল স্বপ্ন রথে।