রক্তমাখা মিছিলে
         অনিক চন্দ্র বিশ্বশর্মা
      

কেউ কি আছে যুদ্ধে যাবার?
যা তোরা,  রক্তমেখে আয়-
যোগ দে এই মিছিলে,
বিদ্রোহে ফেটে আর পুষে উঠ;
স্বাধীনতার দায়িত্ব নিবি আয়,
এখনো ঘুমের সময় আসে নি।

কেউ কি আছে যুদ্ধে যাবার?
ন্যায়ের বুকে গুলি ছুঁড়বেই,
রক্তে রঞ্জিত হবে রাজপথ-
অপরিনামদর্শী'রা ডর-ভয় দেখাবেই!
  কেউ কি এমন আছিস
      --রক্তমাখা লাশ হয়ে রাজপথে ফের দাঁড়াতে?
তবে অন্যায়ের রেষ টেনে নেমে আস রাজপথে,
তোরা আজ আর মুখ লুকিয়ে রাখিস নে!

   ৭ ই মার্চের উত্তরাধিকার কেউ নেই।
          কিন্তু তোরা আছিস--
  কাপুরষের পিছনে ছুঁড়া তীর রুখে দিতে,
তোরা বুক পেতে দিবি, তোদের আত্মত্যাগে;
তাতে কিছু কাপুরুষ পিছনে নদীটা দিয়ে পালিয়ে যাবে।

নজরুলের "প্রেম ও দ্রোহ",  সুকান্তের "আঠারো বছর"
কবি হাফিজের "যুদ্ধ যাবার শ্রেষ্ঠ সময়।"
     তোরা বৃথা হতে দিস নে;
     নেমে আয় রাজপথে,
  যা তোরা, রক্তমেখে আয়--
   যোগ দে এই মিছিলে;
স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিবি আয়,
এখনো ঘুমের সময় আসে নি।