রক্তাক্ত                    [ ১৫ জুলাই, ২০২৪ শাহবাগ ]
      অনিক চন্দ্র বিশ্বশর্মা

আমি রাজপথ দেখেছি,
দেখেছি আমার সোনার বাংলায় সন্ত্রাসীর মুখ!
ন্যায্য দাবীর বুকে নারীর উপর গুলি ছুঁড়তে,
এক নারীর লাশ অন্য নারী কাঁধে নিয়ে প্রতিবাদে ;
এই আমার বাংলা, সোনার স্বাধীন বাংলা।
কৃষ্ণচূড়া ফুলের চেয়েও ভয়ংকর লাল,
বলছি ১৫ জুলাইয়ের কথা--
ন্যায্য দাবীর কথা,
যৌক্তিক প্রেম ও দ্রোহের কথা।

আজ বঙ্গবন্ধু নেই,
সেহেতু রক্ত শুকিয়ে কাঠ হলেও দেখার কেউ নেই!
সাদা শার্টের লালবর্ণ দেখে
রক্তাক্ত বলার কেউ নেই; নেই উপলব্ধি করার।
বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি'রা আজ রাজাকারের আজ্ঞা পেল,
উপহার পেল পুলিশের গুলি,
উপর থেকে হুমকি!
মেধার ঘটল অবসান,
তবুও তারা রাজপথ ছাড়েনি,
বিনিময়ে তারা ঢলে পড়েছে মৃত্যুর কোলে!
এসব দেখার কেউ নেই--
তাই বলে সত্য চাপা থাকেনি বরাবরের মতো,
বেরিয়ে এল আসল সত্য ও ন্যায্যের ছবি।

আমি রাজপথ দেখেছি,
দেখেছি স্বচক্ষে ৫২' এর দিনগুলি,
৭১' এর কালো রাত এবং নির্মম হাত;
ঢেকে যাওয়া দাফনের মুখ!
রাস্তার পাশে ডেকে নিয়ে --
কুকুরের চেয়েও অধম হয়ে হত্যাচার করতে,
কেউ ফিরেও তাকায়নি--- না দেখার ভান।
সবি পরিকল্পনা ও ক্ষমতার অপব্যবহার,
পতন নিচ মনের ও মন- মানসিকতার; প্রলোভনে।

আমি রাজপথ দেখেছি,
শুনেছি বলতে--- আমরা রাজাকার নই,
আমরা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, ন্যায্য ও সত্যের কন্ঠস্বর।
সত্যকে পাহাড়সম মিথ্যা দিয়ে ঢাকার ঘরে প্রতিরোধ আনতে,
আমরা নেমেছি, নেমেছি রাজপথে--
মৃত্যুতে আমরা দমে যাবার নই কেউ।
স্বাধীনতার পরবর্তী রক্ষার চাবি নিয়ে এসেছি,
মৃত্যুকে বরণ করে সোনার রাষ্ট্র গড়ার দাবি নিয়ে এসেছি,

আসুক মৃত্যু, হব লাশ
তবু ফিরব না, বাঁচব না; পাকিস্তানিদের করুণা'র জীবন নিয়ে।