।।প্রতিরোধ।।
অনিক চন্দ্র বিশ্বশর্মা
মোহনগঞ্জ, নেত্রকোনা
কার মুখেতে ঢাকবে কথা,
সারতে হবে অমন ব্যথা।
হাজার লোকের মন্দ,
- নিরবতার গন্ধ।
ধনীলোকের মন্দ ঢাকে,
গরিবের মন্দ রাখে।
- অর্থ ভরা রোধে,
সবার মুখের ক্ষোধে।
ছিন্নলোকের চোখে জল,
কাউকে নাহি খোলে বল।
অর্থশালীর কালি,
- জনমানব তালি।
উচিত কথায় বলে এ'কি,
সবাই বলে বলুক দেখি।
-তোমরা যত রোষী,
আমরা হলেই দোষী।
বড়লোকের বড় কম্ম,
ঘটায় ঘটুক রম্য।
যেমনি হোক ধারা,
- আমরা বেলায় সারা।