চলে যেতে চায় যদি সে
যতন করে রাখো আসিবে ফিরে যে।
দাও বিদায় তারে
দাও হাত করা ছেড়ে।।
যে আছে ভালোবাসায় সে রবে
ফিরিবার দিন গুনে যায় নিরবে।
যাওয়ার পাখি হলেও
আসিবে পথ ভুলেও।।
যে ভালোবাসা সিক্ত তীব্র বিষে
সে নর নারী শত অভিমান ভুলে নিমিষে।
আসার হলেই আসিবে
বাসার হলেই ভালোবাসিবে।।
হারানোর ভয়ে যে বেদনাকাতুর
বিশ্বাসের ঘরে রেখে আসো বহুদূর।
খুঁজার হলেই খুঁজিবে
ফিরার হলেই ফিরিবে।।
যদি সে ফিরে আসে তবেই সে তোমার
নাহি হলে কবু তারে বলো না আমার।
পাব ভুলেই ভালোবাসো
দুঃখের সমুদ্রে নাহি আসো।।