আকাশ জুড়ে তুমি রয়েছো
এটা শুধু আমারেই অনুভব !
কিন্তু তুমি তো কোথাও নেই,
নেই আমার শূন্যতার মাঝেও!
নিরব একলা আমি,
বুঝেছি নিঃস্বতা,
ঘন মেঘ করেছে আকাশ -
তোমারি মুখের ভারে।
ওপারে ডেকেছে মেঘ,
মনে হয় এই মেঘ তুমি !
কিন্তু তুমি তো কোথাও নেই,
নেই আমার শূন্যতার মাঝেও !
কেটেছে যুগ ধাবিত করে,
তোমারি আভাস পাবো বলে।
মাটির নিচে ঘর বেঁধে,
একাই থাকো সেখানে !
আমি কাঁদি তোমাকে হারিয়েছি বলে,
তুমি চলে গেছো, মেঘের ওপারে!
কিন্তু তুমি তো কোথাও নেই,
নেই আমার শূন্যতার মাঝেও !