কালে কালে দেহাবসান,
নদীর পাড়ে শ্মশান।
অলীক বাসনায় পুড়ে,
বিশাল সাগর জোরে।
হোক দেখা পুনঃবার,
অব্যক্ত ছিল সেবার।
এতকাল নদীর কূলে,
আসিবে পথ ভুলে।
তবু দেখিতে চাই,
আঁধারেও যেন পাই।
হোক শত বছর,
আশা গুলো নিশাচর।
প্রাণবন্ত যে জীবন,
আসুক ফিরে মরণ।
ক্ষণকাল যাক ভরে,
আপনার আসার তরে।
চাহি অনন্ত সুখে,
আপনারে চাহিনে দুঃখে।
তবুও আসনু এবার,
হোক দেখা আবার।