আমি একদিন ছিলাম বোকা,
তুমি দিয়াছ আমায় কত ধোকা।
একা একা আঁধারে হেঁটে হেঁটে যাই,
সঙ্গ দিয়াছ তুমি আমি টের পাই।
এহেন ছিনু আমারে ভ্রান্তি,
আজি বুঝি সেটাই চির অশান্তি।
তোমারে নাহি দেখি চলিতাম একাকি,
নাহি হইতো আপন আপনের ফাঁকি।
একার পথ খুঁজে লহি বসুন্ধরে,
ব্যথার উপশম হইত কেবল অন্তরে।
তিলমাত্র থাকিলে আমার সাথে,
সঙ্গী হলে কয়েকটি রাতে।
নাহি ধরিলে নাহি থাকিলে অনন্তকালে,
ঝরে গেল সময়ের পাতা, উঠন্ত সকালে।
যত নিঃস্ব হয়েছি সবি তোমারি ইশারা,
আমার কুল ভাঙ্গে রাত্রি করিলে সারা।