কি হইয়াছে স্বাধীনতা উদিত ভালে?
নিভিয়া গিয়াছে কুয়াশার জালে।
রাতি হেথায় জমেছে কালোমেঘ ছায়া,
আজো বন্ধী কেন নিঠুর লোকের পায়া?
ধিক্কার জানাও, হে তারুণ্য দল-
ভেঙে দাও নিষ্ঠুর গুহার বল।
জাগো আবার মজিবার তরে,
নিধন কর লাশ-ফাঁস ঘোড়ায় চড়ে।
স্বাধীনতার রক্ষিতা মরিল যবে,
শহীদ হইয়া নেতৃত্ব দিব তবে।
নেমে আসো বারবার,
বৈষম্য নামিবে এ বাংলায় যতবার।
নিকৃষ্টতার পরিচয় দিয়াছে গণ্য মাথা,
উড়িয়ে দিতে হইবে বিধ্বংসীর ছাতা।
আমরা আবারো হইব একাত্মা,
পরাধীনতা ভাঙিতে জুটিব পরমাত্মা।
কবু রইব না পিছু হটে,
দেহ হতে প্রাণ যদিও নেয় লুঠে।
ছাড়িব না দেশের মান,
রাস্তায় ছড়িয়ে দিব এ দেহ- প্রাণ।
দেশের তরে আমরা লড়াকু পণ,
হোক ধ্বংস, হোক রণ।
প্রাণের মায়ায় করিস নে ভয়,
বুলেটের তেজে আনিবে জয়।