খেলা ঘর বাঁধিছে পরপারে
জীবন তরীতে করে যাব ওপারে।।
এ রাত্তিরের ফুল ফুটিলো
ওই রাত্তিরের ভোরে-
নিভৃত মনের গোপন গন্ধ
অজুরে ঝরে অশ্রুনীরে।।
প্রভাত ফেরিয়ে এলো
কালোমেঘের সকাল।।
অন্ধের গৃহ প্রাচীরে
কেটে গেল এ জীবন কাল -
তবুও রচিবে না, স্নিগ্ধ আখির সুর
তিয়াসা মেটাতে যাই বহুদূর ;
তাই ভোরখানি কেটে গেল
পড়ে এলো বিকাল।।
শিক্ষার গণ্ডি ফিরিল উচ্চহারে
তব্ পন্ডিত বলি কারে।।
সমুদ্র সম সময় মোর
অনিশ্চিত এ দেহ বলে -
হঠাৎ দেখ্ দেহ আছে
প্রাণ নিয়েছে তুলে;
অন্ধকারের প্রমাণ যে দিয়েছে মোরে
সতত নমস্কার কর তারে।।