বাংলা মায়ের বুকে বসে যার পর ভূমে টান
বাংলা মায়ের কোলে হবেনা তাদের স্থান।
সম্প্রীতির এই বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশী
নিজের চেয়েও বেশি এই দেশকে ভালবাসি।
মায়ের সাথে গাদ্দারি করে ছাড় পাবেনা এক বিন্দু
যেই তুমি হও না কেন মুসলিম বা হিন্দু।
ধর্মের নামে সন্ত্রাসবাদের এখানে হবেনা ঠাঁই
বাংলাদেশী সবাই মোরা একে অপরের ভাই।
যদি বন্ধু বেশে কোন শত্রু করে বাড়াবাড়ি
স্পষ্ট দিয়ে যায় সেই শকুনেরে হুঁশিয়ারি।
আমার দেশের সার্বভৌমত্বে দিতে চাও যদি আচর
তবে মোদের হাতেই রচনা হবে তোমাদের শেষ কবর।