শাহবাগের চেতনাধারি নাস্তিকের সব দল
মুখোশ এবার খুলবো তোদের সময় হলো চল।
নারী অধিকারের কথা বলে করছো নারীকে নগ্ন
তোমার পাপের বোঝা কাঁধে অবুঝ শিশুর জন্ম।
ডাসবিনেতে অবুঝ শিশুর শৈশব নিয়ে কেরে
মানবতার বুলি ফোঁটাও মিডিয়াতে এসে!
পোষাক বিহীন চলা যদি হয়, তোমার স্বাধীনতা
আমার গায়ে পোষাক দেখে কেন লাগে ব্যথা?
ভার্সিটি এসেছি আমি নিজ যোগ্যতা দিয়ে
তোমার এতো আগ্রহ কেন আমার শরীর নিয়ে।
আমার বিশ্বাস আমার কাছে করবো আমি লালন
তোমার এতো চুলকায় যদি লাগাও পাগলা মলম।
স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা মোর আছে
তুমি কে হে রুখতে আমায় সাজো রণ সাজে?
এসো তবে তৈরি আমরাও কেউ পাবেনা পার
শাহবাগের ভন্ড এবার আর দিব না ছাড়।

#_we_love_you_Tanzim_Hasan_Sakib