তুলে রেখেছি কলম খানি লিখবো না আর কবিতা
আঁকবো না আর ছন্দের টানে তোমার প্রিয় ছবিটা।
প্রকৃতির নিয়মে বসন্ত এসেছে চলেও আবার যাবে
ফুল ফুটেছে শুকিয়ে তার গন্ধটাও হারাবে।
সব শূন্যতা পূর্ণতা পাবে সময়ের সাথে সাথে
শুধু রেখে যাওয়া স্মৃতিগুলো অবশেষে রয়ে যাবে।
সময়ের বিবর্তনে তুমিও ভুলবে আমায়
নতুন কোন ভালোবাসার পরশে কাটবে দিন তোমার,
আমিও হয়তো সুখ খুঁজে নিব অন্য কারো বুকে
দুক্ষজনার নতুন পৃথিবীতে হয়তো থাকবো সুখে।
তবুও চলার পথে জীবনের কোন বাঁকে
যদি দেখা হয়ে যায় এক সাথে দুজনার,
পারবে কি সামলে নিতে আবেগের বালুঝড়
নাকি ঝড়ের বেগে উড়বে তোমার স্মৃতির কুঁড়েঘর।
নাকি বৃষ্টি এসে ভেজাবে তোমার চোখের দুটি পাতা
দুরু দুরু বুকে হবে না সেদিন কারো সাথে কারো কথা।