আমার অর্থে কেনা গুলি আমার মাথায় তাকে
কপাল গুনে জন্মেছি ভাই স্বৈরাচারীর দেশে।
অধিকার যদি চাও তবে ঘুচবে তোমার প্রাণ
বললে কথা মুখটা চেপে করে দিবে সব ম্লান।
ইট পাথরের মূল্য অনেক প্রাণের নেইকো দাম
মরছে মানুষ কি আসে যায় এটাই তাহার কাম।
বিবেকে যদি না থাকে তোমার তবেই নিরাপদ
বিবেকে থাকলে শিকেয় তুলে করবে তোমার বধ।
দেশটা তাদের বাপ দাদার আর আমরা ভারাটিয়া
চুরি ডাকাতি অর্থ লুট ওদের, মুক্তির চেতনা।
বায়ান্ন, ঊনসত্তর, একাত্তর, নব্বইয়ের আমরা
আবার জেগেছি চব্বিশে এসে কিভাবে থামাবা?
আমার রক্তের লাল গালিচা যায়নি কভু বৃথা
আবারো আমি রক্ত বিছিয়ে জানিয়েছি অভ্যর্থনা।
দেখ আমার রক্তে বিছানো সে লাল গালিচা ধরে
স্বৈরাচারীর জম আসছে আলোর মশাল নিয়ে।