ত্রিশ লক্ষ ত্যাগের পরে পেয়েছি একটি দেশ
দেশটা আমার ধীরে ধীরে করছে কারা শেষ?
রঙিন একটি পতাকা পেয়েছি পাইনি স্বাধীনতা
নিজ ভূমিতেও মুখ ফুটে তাই পারি না বলতে কথা।
প্রতিকী এক মানচিত্র মেকি কাঁটাতারের বেড়া
দেশটা আমার খেক খেয়ালের হয়েছে অভয় ডেড়া।
যুবক তুমি গুজব খেলায় কাটাচ্ছো দিন হেলায়
এদিকে ষড়যন্ত্রের বিষ বৃক্ষ ভরছে ডালপালায়।
যখন তুমি সদ্য কুঁড়ি দুর্ভিক্ষের বেড়াজালে
কেন বন্দর ব্যবহারের অনুমতি মেলেনি বন্ধুত্বের হাত মেলে?
যখন তিস্তা নামের মরণ ফাঁদে হাঁসফাঁস করে দেশ
শস্যের মদ্ধ্যে ভূত ঢূকিয়ে, তুমি আনন্দে বাধো কেশ।
দেশের স্বার্থ বিকিয়ে তুমি গাচ্ছো কাওয়ালি
স্বাধীন দেশের পরাধীন জাতী আমরা বাঙালি।
দেশের মাটিতে বিদেশি সেনার গুলিতে মরে মানুষ
কবে তোমার ঘুম ভাঙ্গবে বলো কবে ফিরবে হুঁশ?