তোমায় দেখে লাজে ঝড়ে পড়ে, ফুটন্ত গোলাপ
তোমার নূপুরের ছন্দে থেমে যায়, পাখিদের কলরব।
তোমার বাঁকা হাসিতে থামে, ঝর্ণার কলকল
তোমার কাল কেশ দেখে, ফিরে যায় মেঘের দল।
তোমার টানা নয়ন দেখিয়া হরীণি হিংসায় জ্বলে
তোমায় দেখিয়া কঠিন শিলা, মোমের মতো গলে।
ওগো প্রেয়সী প্রেমের ফাঁসি পরাইয়া মারিলে মোরে
কেন গো আসিয়া প্রেমের প্রদিপ জ্বালিলে মনের ঘরে।
সুহাসিনি সুনয়না, কি দিব বলো তোমার উপমা?
মন মন্দিরের দেবী তুমি গ্রহণ করো মোর অর্চনা।
তোমাকে নিয়েই মেতে আছে এই মন সারাক্ষণ
ওগো প্রেয়সী করো গ্রহণ আমার নিবেদন।