ওহে ও......হাসান ভাই
চলেছ কোথায়,
তোমার ঐ ছোট্ট কামরায়?
দারাওনা এক বার
মনটা আমার যেতে চাই
তোমার ঐ ছোট্ট ঘড়টায়।
কি বলছো তুমি
আমার কুড়েতে যাবে?
টুনটুনির মতো ছোট্ট ঘড় যে,
সেথাই আমি থাকি পরে।
খর বিচিয়ে করেছি বিছানা
আছে কম্বল সুধু এক খানা।
কিভাবে তুমি যাবে?
কিভাবে দেবো তোমায়
আমি সেথাই বসিতে।
দরকার নায় দরকার নায়
আমার বসিবার।
তোমার সাথে কথা বলে
প্রাণটা জুরাই।
থাকতে পারো খর বিচিয়ে
মনটা তোমার বেশ দামি যে।
মুখের কথায় সবার মনে
যাদু করেছো যে।
নিয়ে চলোনা আমাকে তোমার
ছোট্ট কুড়ে ঘড়ে।
আচ্ছা চলো,বলছো যখন
তুমি বারে বারে।