যেদিন ভাবি আজকে আমি
করবো ভালো কাজ।
সে দিনই দেখি লেজটা ধরে
টানছে এই সমাজ।
করি যদি একটু আমি
ভালো কাজের সূচনা
উপহাস ছাড়া আর
কিছুই পায়না।
লোকে বলে পাগল আমি
করছি পাগলামি।
আমার মাথায় নাকি
যত বাজে বুদ্ধি।
ভালো কাজে এতো কেন
মাথা ব্যাথা তোদের।
খারাপ কাজে উৎস
তো দিতে পারিস মদের।
ভেবে দেখো একবার
কতো দিন চলবে এই ভাবে আর।
পরিনতি কি?
এই সমাজের আজ।