ধন্য হলাম,আগমনে তোমার,
ধন্য হলাম আমি।
তোমার দেখায় নতুন ভাবে
বাচার স্বপ্ন দেখি।
তুমি এসেছিলে হঠাৎ মেঘের
বৃষ্টির মতো করে।
তোমার দেখায় মনের জমিনে
উর্বরতা এসেছে।
মাছুম মুখের বুলবুলি স্বরে
মনটা নেচে ওঠে।
তুমি এসেছিলে মেঘ
আকাশের নবীন সূর্য হয়ে।
তাইতো আমি ধন্য হলাম
তোমার আগমনে।।