যে ভাষাটার জন্য জীবন, দিলো আমার ভাই
সেটা ভুলে গুনগুনিয়ে হিন্দি গান গায়।
মায়ের মুখের বাংলা এখন আর লাগেনা ভালো
ইংরেজিতে বললে কথা মূল্য পাবে আরো।
শহরতলী গঞ্জ গায়ে সবখানেতে হায়
বিকৃত মোর বাংলা ভাষা লাজে মরে যায়।
আমার দেশের যুবক সমাজ মায়ের ভাষা ভুলে
আছে মেতে ভিনদেশী সব ভাষার প্রেমে মজে।
একুশ এলেই শত সহস্র ভাষা প্রেমিক যায় দেখা
একুশ গেলেই গল্প আড্ডায় কথা বলে আঁকাবাঁকা।
ক্ষমা করো হে ভাষা সৈনিক বাংলা তব দান
আমরা অধম পারিনি রাখতে তোমাদের সম্মান।
আমার ভাষার শব্দ ভান্ডার পায়না কেন বৃদ্ধি
আছেন বসে সবাই কি সেথা খেয়ে গাঁজা সিদ্ধি।
নতুন নতুন শব্দ যদি না উঠে গো গড়ে
কারি কারি অর্থ ব্যয়ে একাডেমী কি করে!