মরুভূমির তপ্ত পথে জীবনের পথযাত্রা
সম্বল নেই নেইকো বাহন নেই নিরাপত্তা।
বিশ্রাম নেওয়ার সুযোগ নেই ছুটে চলা অবিরত
বালু ঝড় এসে বারেবারে করে যায় ক্ষতবিক্ষত।
চলতে চলতে ক্লান্ত বড়ো আর পারিনা চলতে
পা দুটো পারছেনা আর শরীরের ভার বইতে।
মরিচিকা ছলনা করে গম্ভীর চেয়ে রই
গন্তব্য হীন মুসাফিরের কিসের বা আর ভয়।
নিভে গেলে জীবন প্রদীপ পথের হবে শেষ
শেষের আশায় এই অভাগার যাত্রা নিরুদ্দেশ।