আমি কল্পনাতে ,চাঁদকে পারি নামিয়ে আনতে ধরাই
আমি কলমের টানে তেমনি পারি ঘটাতে মহা প্রলয়।
আমি মনের মাধুরী মিশিয়ে তোমার সাজায় অপরূপ
তেমনি আমি অন্যায় দেখলে থাকি না কখনো চুপ।
আমি ভুবন জুড়ে ছড়িয়ে দিয় ভালোবাসার সুরভী
আমি মজলুমের পক্ষে তেমনি হয়ে উঠি বিপ্লবী।
আমি নদীর মতো এঁকে বেঁকে বয়ে যায় নীরবে
প্রয়োজন হলেই সাগরের মতো উঠি গর্জে।
আমার কলম চিনে না কারো আপন কিংবা পর
এই কলমে উঠে আসে জাতির কন্ঠস্বর।
আমি কবি, ভালোবাসা পেলে মোমের মতো যায় গলে
অন্যায় দেখে তেমনি ছুটে যায় রণ হুংকার তুলে।
আমি দুপুরের সূর্য মেঘে ঢেকে দিব তোমার বেসে ভালো
আমি সমাজের সব আঁধার সরাবো জ্বেলে কলমের আলো।
আমি জোনাকির আলোয় অমানিশা করবো পার
আমি জুলুমের বিরুদ্ধে গেয়ে উঠবোই বার বার