এখনো তোমরা বলো যারা যুদ্ধ চাইনা ধরায়
মুনাফেক তুমি তোমার প্রতি অজস্র ধিক্কার।
ফিলিস্তিনে আমার ভায়ের রক্তে নদী বয়
তোমরা করো আরাম আয়েশ দিয়ে, শান্তি চুক্তির দোহাই।
কাফেররা সব এক হয়েছে করতে মুসলিম নিধন
তোমরা আছো চোখটি বুজে বিক্রি করে ঈমান।
ভাব তোমরা আসবে কেউ খালিদ ওমরের মতো
বিড়ালের মত পথ চেয়ে থাকবে বসে কতো
কেন তুমি চাও না হতে নিজেই ওমর খালিদ
কেন চাওনা হতে তুমি সালাউদ্দিন তারিক।
আজ সিংহ শাবক ভুলে গেছো তোমার আত্মপরিচয়
ভুলে গেছ বদর উহুদ পারস্য করেছিলে জয়।
ভুলে গেছ তোমার হুংকারে উঠতো কিসরা প্রাসাদ কেঁপে!
রাতের ঘুম হারাম হতো শত্রুর ভেবে ভেবে।
ভুলে গেছ তোমার সোনালী অতীত বিশ্ব করেছো জয়
তোমার সাথে মহান আল-আ'জীজ কিসের করো ভয়?
জেগে ওঠো আজ মুমিন মুসলিম ডাকছে আমার ভাই
রক্ত সাগর পেরিয়ে আবার হবেই মদের জয়।