তোমার গোলাম আমি পাপী বড় অধম
ক্ষমা করে এই পাপীকে কর তুমি গ্রহণ।।
তোমার নেয়ামত ভোগ করে দিবস রাত্রি যায়
অবাধ্য বান্দা তোমার শুকরিয়া না জানাই,
হে রহমান তুমি তো রাহীম আর্জি আমার শোন
বিপথে রেখে আমার প্রভু দিওনা গো মরণ।।
এই দুনিয়ার মোহে পড়ে ভুলেছি আপন কাজ
মরীচিকার ধাঁধায় পড়ে বিবেক পেয়েছে হ্রাস।
পথ হারা এই মুসাফিরকে দেখাও তুমি পথ
যে পথে ডেকেছেন তোমার হাবীব মুহাম্মদ।।
দুদিনের এই অতিথিশালায় চাইনা সুখের নীড়
চাই তোমার চরণ পরে ঝুঁকে থাক মোর শির,
ব্যাকুল হয়ে এই অভাগা করছে তোমার স্মরণ।।