ঘুরতে গেলাম শিক্ষা সফর
বিনোদিয়া পার্ক,যশোর।
যেতেই দেখি গেটের মুখে
বসে সেনাবাহিনী,
হাতে একটা বাঁশি
সাথে ডান্ডা লাঠি।
যেতেই দেখি আছে
একটা মূর্তির হাতি।
জিরাপ,জেবরা সবই আছে
প্রাণটা তাদের নেই।
স্টাচু হয়ে আছে দাঁড়িয়ে
বিনোদিয়া পার্কেই।
চিড়িয়াখানায় ঢুকতেই দেখি
বানর ভাইয়া করছে লাফা লাফি,
ছেলে গুলি খেলছে তার সাথে
মন,প্রাণ খুলে।
কাকাতুয়া আছে বসে,
ময়ূর আছে পেখম মেলে।
ঘুঘু গুলা কিচির মিচির
করছে অবিরাম।
ঈগলটায় আছে শুধু
হয়ে নিস্প্রাণ।
ঘুরছে দেখি মনটা খুলে
উট পাখি খাঁচা বাদে।
অজাগর সাপ আছে শুয়ে
খাঁচার ভিতর জড়ো হয়ে।
দেখেই যেন গাটা কাপে।
বাঘটা দেখি খাঁচার ভিতর
দিচ্ছে না আজ কোনো গর্জন।
ভাল্লুক দেখি খাঁচার মধ্যে
একাকী আছে বসে।
পানির মধ্যে ঐটা কী
জল পরী না মাছের রানী?
এরপর দেখি ঘোড়ার গাড়ি
চড়তে লাগলো মিষ্টি ভারি।
বাংলাদেশের ঐ শ্রেষ্ঠ সাত বীর
আছে চির অমর হয়ে,
বাংলাদেশের মাঝখানেতে
বিনোদিয়া পার্ক
ঘুরে দেখে,বড্ড ভালো
লাগলো যে।