বেকারত্বের বোঝা কাঁধে
একটা চাকরির খোঁজে,
কত অঞ্জন বেলাকে হারিয়ে
কাঁদে সংগোপনে।
কষ্ট গুলো সিগারেটের ধোঁয়ায়
পুড়িয়ে ফেলার বৃথা চেষ্টায়
নিকোটিনের বিষ জমিয়ে
নিজেকে করে শেষ।
ডিগ্রির কাগজ গুলো
স্তুপে পোকায় খেলো
প্রতিভার পুষ্প পচে
আজ ছড়ায় দুর্গন্ধ ।
সমাজের বাঁকা কথা
পরিবারের তাচ্ছিল্যতা
হতাশার পাহাড় বুকে
স্বপ্ন গুলো মরে ধুঁকে।