প্রাণের বিনিময়ে পেয়েছি এই স্বাধীনতা
দিবোনা দিবোনা কাউকে তা কেড়ে নিতে দিব না।
মীরজাফররা যখনই এসেছে করতে সর্বনাশ
এক হয়ে রুখেছি মোরা চেয়ে দেখো ইতিহাস।
প্রাণের চেয়ে অধিক প্রিয় এই বাংলার মাটি
হিন্দু বৌদ্ধ পাহাড় সমতল মোরা সবাই বাংলাদেশী।
শাসক রূপে শোষক যখনই চেপে বসেছে ঘাড়ে
এক সাথে রক্ত স্রোতে ভাসিয়ে দিয়েছি তারে।
বাংলা মায়ের বীর সন্তান কভু অন্যায় নেয়নি সয়ে
ফিরে এসেছে সালাম রফিক মুগ্ধ সাঈদ হয়ে।
ঈসা তিতুমীর নূর মোহাম্মদ আমাদের রক্তে মিশে
হাসিমুখে করি মৃত্যু আলিঙ্গন রুখবে মোদের কিসে?
মোরা সদা প্রস্তুত রক্ষা করতে বাংলা মায়ের মান
জন্ম মোদের এই মাটিতে এই মাটিই মোদের প্রাণ।
কোন শত্রুর চোখ রাঙানি করবো না সহ্য আর
আসুক যত বাধা বিপত্তি করবো প্রতিকার।
কোন কুলাঙ্গার করে যদি আবার অপবিত্র এই মাটি
রক্ত ম্লানে করে নিব মাকে আবারও মোরা শুচি।