আমি বায়ান্নতে কলম ছেড়ে এসেছিলাম রাস্তায়
আমি একাত্তরে করেছি আমার অধিকার আদায়,
আমরা নব্বইয়ে রাস্তায় নেমে রুখেছি স্বৈরাচার,
আমি আবারও এসেছি রাজপথে বুঝে নিতে অধিকার।
আমরা নয় রাজাকার আমরা নয় রাজাকার।
যুগে যুগে আমার রক্ত নদে ভেসে এসেছে অধিকার
যখনি এসেছে অনিয়ম, হয়েছি বৈষম্যের শিকার
তখনি মোরা শক্ত হাতে টুঁটি চেপে ধরেছি তার।
আমরা মায়ের দামাল ছেলে, নয়তো রাজাকার।
যে বৈষম্য ঘোচাতে গেল ত্রিশ লক্ষ প্রাণ
কোটার নামে তোমরাই করেছো তাদের অপমান।
মুক্তিযুদ্ধের চেতনায় যদি তোমরা হও বিশ্বাসী
কেন কোটার নামে মেধাবীর গলে বেকারত্বের ফাঁসি?
তবে পার্থক্য কি তোমার আর পাক শাসকের মাঝে
যদি স্বাধীন বাংলাদেশে, মেধার কবর রচে!
আমি এক বিন্দু দিব না ছেড়ে আমার অধিকার
নতুন করে করবো আবার রাষ্ট্র সংস্কার।
আমি বাংলা মায়ের দামাল ছেলে নয়তো রাজাকার।