,,,,,,,,,,,, আমার মর্জি,,,,,,,,,
#_________রাসেল__আহাম্মেদ
সমুদ্র আমাকে উদার করেছে, পাহাড় করেছে দৃঢ়
শিখেছি পিঁপড়ার থেকে সংগ্রাম, আর মৌমাছি থেকে ঐক্য।
আমি ভয় করি না কারো হুংকার কারো রক্তচক্ষু,
মোর রুক্ষ মূর্তি দেখে কাঁপে থরে অত্যাচারী ও শত্রু।
যুগে যুগে আমি সংগ্রামী আর, অত্যাচারীর জম
আমি রাজপথে জানায় রক্ত গালিচায় নব প্রজন্মকে স্বাগতম।
মোর তাজা রক্তে এই মাটিকে, বারে বারে করেছি সূচি
মোরা রক্ত দিয়ে যুগে যুগে ইতিহাস চলেছি রচি।
মোর ইতিহাস বলে বীরের জাতি, নয়তো কাপুরুষ ভিতো
আমি মানি না কারো গোলামী সৃঙ্খল, নয়তো কারো ভৃত্ত।
আমি বজ্র হয়ে জালিমের উপর, টুটে পরিব নিত্য।
মোর রক্ত কণায় নব মুজাহিদ জন্মিবে প্রত্যহ।
আমি মানি না কোন এই দুনিয়ায়, বাদশার বাদশাহী
এই দুনিয়ার মালিক যিনি, হেথা আইন চলবে তাঁরি।
আমি আমার মর্জি শপে দিয়েছি তাঁর ইচ্ছার তরে
আমি নিত্য তাঁরে পূজিয়া চলেছি হৃদয় মন্দিরে।
আমি তাঁর আদেশে মজলুমানকে বুকেতে নিই জরায়ে
তাঁর অনুগ্রহ পাওয়ার লাগি দুনিয়াকে চলি এরায়ে।
আমি তাহার হুকুমে তলোয়ার ধরে সাজি রণ মূর্তি
আমি যপি তাহাকে খুঁজে পেতে সত্যি আলোর দ্যুতি।