লাগাবো কোথায় সর্ব শরীর ব্যথা
আজব দেশে গেছি রে ফেঁসে আমরা আমজনতা।
চুরির দায়ে স্বদেশ ছাড়া সে নাকি আজ নেতা
চোরের মুখে শুনি কি নীতি আদর্শের কথা।
চোরে ডাকে আই কাছে পাবেন সমৃদ্ধ দেশ
তাই শুনিয়া আমজনতা হেঁসে হলাম শেষ।
বলবো কি আর কি বলবো, শোনোরে মজার কথা
ইসলামি দলে সন্ধি নামে, আঁচল তলে মাথা।
ভুলে বদর উহুদ তারা মানে হুদাইবিয়া
দোটানাতে ঝুলে আছি দেখো আমরা আমজনতা।
উন্নয়নের জুয়ারে ভেসে পাইনা কূলকিনার
পিঁয়াজ মরিচ আদার ঝাঁঝে জ্বলছে বাজার।
চিন্তা নেই চিন্তা কিসের আছেন এমন নেত্রী
কাঁঠাল বার্গার কুমরা পিঁয়াজি দিবে রেসিপি।
জনতার পকেট কেটে কার পকেটে পুরি?
জনতা থাক না থাক কে খবর রাখে তারি।
বিধানসভা থিয়েটার যাত্রা পালার আসর
নিত্য নতুন চলে সেথা উন্নয়নের ফাফর।
নিয়ম নীতি নেই হেথা, থাকলে গায়ের জোর
দিনের বেলা যে ভোট হবে, হেথা রাত্রিভর।