সারাদিনের কর্মব্যস্ততার মাঝে
ফেসবুকে ঢুকতেই নজর কাড়লো-
নিউজফিড-টাইমলাইনে ঘুরতে থাকা
"মা দিবস" নিয়ে আপলোড পোষ্টগুলো।
অজান্তেই দু-চোখে উঠলো ভেসে-
জীর্ণ শরীরে,শীর্ণ কাপড় পরনে
নীড়হারা পক্ষীরূপ,ঘরহারা অসহায়
এক মা ফুটপাতে শুয়ে আছে।
বৃদ্ধাশ্রমে লোহার গ্রিল ধরে
দাঁড়িয়ে থাকা রহিমা বানু,
পুত্রকে কাছে পাবার অব্যক্ত আকাঙ্খা
তার দু'চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে।
দন্তবিহীন আমেনা বেগম
কঠিন খাদ্য পেষনে ব্যর্থ হয়ে-
জঠর জ্বালা স্বযত্নে সয়ে নিয়ে-
বারান্দার ধুলায় নিশ্চিন্তে ঘুমায়।
তোমাদের কান্ডকারখানা দেখে
মোর অবচেতন মন প্রশ্ন করে--
ফুটপাতে কার মা ঘুমায়???
বৃদ্ধাশ্রমে কার মা থাকে???
৩৬৫ দিনের একটা দিনই কি
ফুরসত পাও-
মা-কে ভালোবাসার???
চয়নকাল: ৯ই মে ২০২১
টিকেট, দেবহাটা, সাতক্ষীরা।