আমি সৃষ্টিকর্তা বলছি-
তোমাদের পৈশাচিকতা,লোভ,দ্বন্দ্ব
অসভ্যতা,নির্যাতন,ক্ষোভ,হিংসা,বিদ্বেষ
আমাকে ভীষণ ভাবিয়ে তুলেছে।
তোমরা মানুষ মারছো হাজারে হাজার
মারণাস্ত্র বানিয়েছো লক্ষ কোটি।
বিভেদের রেখা স্পষ্ট করতে-
তৈরী করেছো কত গোপন অস্ত্র!
তোমরা সুনীল আকাশ করেছো ধূসর,
রুদ্ধ করেছো গগনের মুক্ত পাখিকে,
নির্মল বায়ুকে করেছো দূষিত,
ক্ষত-বিক্ষত করেছো প্রকৃতির বুক।
এই অপরূপ সুন্দর পৃথিবী-
যা ছিল একদিন সবার!!
ধর্মের নামে,দেশের নামে,ভাষার নামে-
চামড়ার রং দিয়ে,গণতন্ত্রের নামে-
ইচ্ছেমতো কেটে টুকরো টুকরো করেছো।
মানুষে মানুষে দূরত্ব বাড়িয়েছো,
হানাহানিকে করেছো নিত্যসঙ্গী।
কু-প্রবৃত্তিকে আশ্রয় করে
মনুষ্যত্বকে দিয়েছো বিসর্জন।
আমি সৃষ্টিকর্তা বলছি-
আমি শুনেছি প্রকৃতির আর্তনাদ।
খাঁচায় বন্দি পাখির কান্না।
মৃত্যু যন্ত্রণায় কাতর মানুষের হাহাকার।
আমি তোমাদের বলছি-
এমন নিষ্ঠুর নির্দয় পৃথিবী
আমি আর দেখিতে চাহি না।
"পৃথিবী আমাকে ফিরিয়ে দাও"!
===||===
তাং : ৩০ শে এপ্রিল ২০২১
থালনা, কালিগঞ্জ, সাতক্ষীরা।