চার দেয়ালে বন্দি আমি
অন্ধ কূপের ভেতর,
আলোর ছোঁয়া পাবার আশে
কাঁদে আমার অন্তর।
তিন বেলায় শুকনো রুটি
এইতো আমার আহার,
চক্ষু মোর গিয়েছে ভুলেই
চটক রূপের বাহার।
চতুর্দিকে আধার কালিমা
একলা একাকী জীবন,
এর চেয়ে যেন ঢের ভালো
হঠাৎ জীবনাবসান।
সংশয় জাগে হীয়া কোণে
মদিব তবে আঁখিপাত,
আর কভু কি পাবো না আমি
খোলা আকাশের স্বাদ?
===||===
তাং : ৫ই জুন ২০২০
থালনা, কালিগঞ্জ, সাতক্ষীরা।