মা-কে তোমরা মম বলো
বাবা-কে বলো ড্যাডি্,
কথায় কথায় সরি্ বলো
স্বভাব তোমাদের ব্যাড্-ই।
পান্তা ভাতে নাক সিট্কাও
আলু ভর্তা না তোলো মুখে,
কোর্মা, কাবাব, বিরিয়ানি
খাও যেন মনের সুখে।
টপ পরো, জিন্সও পরো
শার্ট পরো, প্যান্টও পরো
শাড়ি-লুঙ্গি পরো নাকো।
তবে কেন পাঞ্জাবীতে-
ক্ষণস্থায়ী মেকি সাজ ধরো?
নিজ সংস্কৃতি ভুলে গিয়ে
পাশ্চত্ত্যকে আগলে নিয়ে
বছর জুড়েই থাকো।
তবে কেন বৈশাখেতে-
একদিনের বাঙালি সাজো?
===||===
তাং : ১৪ই এপ্রিল ২০২১
থালনা, কালিগঞ্জ, সাতক্ষীরা।