জন্ম যাহার টুঙ্গিপাড়ায়
সায়েরা মায়ের কোলে,
অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ যার
সদা আওয়াজ তোলে।
যার নয়ন ভরা ছিলই শুধু
স্বপ্ন রাশি রাশি,
ফুটাতে ব্যস্ত দুখীর মুখে
এক চিলতে মৃদু হাসি।
যার আঁখি বেয়ে বইতো ধারা
দেখলে গরীব-দুঃখী,
সাধ্যমত চেষ্টাতে রত
করতে তাদের সুখী।
যে বারুদ পোড়া একাত্তর-এ
রেসকোর্স ময়দানে,
শোনালো তার অমর কবিতা
বজ্রকণ্ঠের দানে।
যার বজ্রকঠিন আহ্বানে
অস্ত্র নিয়ে বীর বাঙ্গালী,
ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে
নিজ জীবন দেয় বলি।
যে পদ্মা-মেঘনা দিয়ে পাড়ি
বেয়ে সোনার তরী খানি,
স্বাধীন কেতন দিল উপহার
শত্রু হতে ছিনিয়ে আনি।
বাঙালি জাতির হৃদয় মাঝে
তাঁরই ছবি আঁকা,
সেইতো মোদের শেখ মুজিব
বাংলারই খোকা।
==||==
তাং : ১৪ই আগষ্ট ২০২০
কালিগঞ্জ, সাতক্ষীরা।