সুবর্ণলতা
প্রনব মজুমদার

সারারাত জেগে আমি
সারাজীবনের দুঃখগুলো শোনালাম
আকাশ চুপ করে শুনলো
সকালে আমি চুপ;
আকাশ ভেঙে পড়েছে কান্নায়...

বল তো আকাশের মত সমব্যথী কেউ কি হয়?
প্রশ্নে উত্তর এলো
মাথা হেট করে বাঁচি;
আকাশের দিকে মুখ তুলে তাকানোর সময় কোথায়?



(বাংলা হরফে হিন্দি গুলজার শায়েরি)

কাল রাত সারে গম
আসমান কো শুনা দিয়ে ম্যায় নে
আজ ম্যায় চুপ হু আউর
আসমান বরস রহা হ্যায়




















বিশেষ- প্রথম স্তবক হিন্দি শায়েরীর বাংলায় ভাবানুবাদ,দ্বিতীয় স্তবক অনুবাদকের নিজ সংযোজন।