(দ্বিতীয় পর্ব)
সমকালীন কাব্যকথায় আমি ট্রান্সজেন্ডার দের
ট্রান্সফর্মেশন নিয়ে লিখেছিলাম। সময়ানুযায়ী কবিতায় ও ট্রান্সফর্মেশন ঘটে চলেছে।আসলে নতুন কিছু লেখার বাকি নেই--পুরোধা কবিরা সব কিছুই লিখে গেছেন--তাহলে বাকি কি রইলো? বাকি রয়ে গেছে উপস্থাপনার ষ্টাইল যা ক্রমশ বদলাতে থাকবে। তবে কি উত্তরসূরীরা অগ্রজদের অনুসরন করবে? অনুসরন,অনুকরন একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যেমন আমরা অজান্তেই পিতা-মাতার অনুকরন করি তেমনি আমাদের নেক্সট জেনারেশন ও তাই করবে আর এটাই স্বাভাবিক প্রক্রিয়া--তবে হ্যা ট্রান্সফর্মড পদ্ধতিতে এবং অবশ্যই মাত্রার সীমানা বজায় রেখে তবে মাত্রার সীমানা ছাড়ালে হাংরি জেনারেশন এর অবস্থা হবে। যেমনঃ----
'একটা কবিতা লিখলে মলত্যাগের আনন্দ লাভ হয়'
এইরকমের উপস্থাপনা ব্রাত্য হিসাবে গন্য হবে।
(ক্রমশঃ)