সবার দুর্গা
প্রনব মজুমদার
(পুজোর আড্ডা)
ছেলে-স্নেহ কি?
বাবা-তীব্র মায়া
ছেলে-উহু! প্রোডাক্ট এর বাই-প্রোডাক্ট
যার মধ্যে নিজের ছায়া দেখতে চাওয়া
বাবা-তবে মা-বাবা কি?
ছেলে-পারমুটেশন এন্ড কম্বিনেশন অফ মেল-ফিমেল
জৈবিক চাহিদা ও মানসিক শান্তির তালমেল
কোম্পানি- মা দুর্গা এন্ড সন্স এন্ড ডটার্স
স্ত্রী- মা দুর্গা কে নিয়ে ঠাট্টা?
বাবা ও ছেলে উভয়েই--মা'র সাথে হাসি-মজাক করাই যায়
মা'র মত সাচ্চা বন্ধু কেউ কি হয়?
আদর ও শাসন দুটোই মা জানেন সময় সময়
'বোলো দুগগা মাই কি জয়--আসছে বছর আবার হবে'...