শখের কবিতা(অনুবাদ)

আমি ধ্বনিঝঙ্কার নই
যে ভরা মেহফিল এ হাততালি কুড়োব
আমি শখের কবিতা
আটপৌরে আবরণ জড়িয়ে
দেহজ সুষমার লাবণ্য ছড়িয়ে
ভাবনার সুগন্ধ বিলিয়ে
সবার মন ছুঁয়ে
মৃদুমন্দ বাতাসে বিলীন হয়ে যাব

জানি; উতল পাঠক বলবে
আবার কবে তোমায় কাছে পাবো?



ম্যায় তো খুশবু হুঁ
কবিতায়ো কা

জো হৃদয় কো ছু কে
বহতী হাওয়া মে বিখরতি যাঁউ

ম্যায় ওহ ঝঙ্কার নহী
জো মেহফিল কো শোভা বড়াউঁ।

(কুছ আলফাজ)