দিগগজ কবি বলেছেন
'প্রত্যেক মানুষই একটা বই'......

সত্যিই তাই
দেখনসই কিম্বা চলনসই মলাটে মোড়া
ভেতরে তার অনেক গল্প
শৈশবে--'ঠাকুরমার ঝুলি'
কৈশোরে--'পথের পাঁচালী'
যৌবনে--'অপুর সংসার'
আর উপসংহারে
'ভোকাট্টা পরিবারের ভালোবাসা'......

ছেঁড়া বই পড়ে থাকে সংসারের তাকে........



















ঋণস্বীকার--কবি সুবোধ সরকার