আজ ভাষাদিবস তথা শহীদদিবস পালন করা হচ্ছে বাংলাদেশে এবং ভারতবর্ষে।
এই স্মরণীয় দিনে আসরের কবিদের কাব্যিক নামকরণ(দশম প্রয়াস) প্রকাশ করলাম।এই 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' এ সারা বিশ্বের বাঙালি ভাই-বোন দের
শুভেচ্ছা। 'বাংলাভাষা অমর হোক'।

১)কবি ফয়েজ উল্লাহ রবি--পারিজাত কবি
২)কবি রুনা লায়লা--কাদম্বরী কবি
৩)কবি খলিলুর রহমান--সব্যসাচী কবি
৪)কবি নূরুল ইসলাম--দীপ্তিমান কবি
৫)কবি পারমিতা৫৮--অনুরাধা কবি
৬)কবি মৌটুসি মিত্র গুহ--কেতকী কবি
৭)কবি বিশ্বজিত্  জানা--ভাস্বর কবি
৮)কবি সুহেল ইবনে ইসহাক--ইন্দীবর কবি
৯)কবি মলয় গাঙ্গুলী--মনস্বী কবি
১০)কবি স্বপন কুমার দাস--নীলোত্পল কবি
১১) কবি মনোজ ভৌমিক--দুর্নিবার কবি






বিশেষ--যদিও এটা ছিলো আমার শেষ বিমল প্রয়াস (এক শত কবির নামকরণ)।কিন্তু আসরের অনেক সুপ্রিয় কবি এই প্রয়াসকে অব্যাহত রাখতে অনুরোধ করেছেন তাই আমি প্রতি তিন মাস অন্তর তিনজন  কবির কাব্যিক নামকরণ কোরবো।