এপার বাংলা আর ওপার বাংলায় অনেক প্রতিষ্ঠিত কবিই দুর্বোধ্য কবিতা লেখায়
পারদর্শী--দুর্বোধ্য কবিতায় রূপক ব্যবহার করে আসল বক্তব্য তথা মেসেজ দেওয়া
হয়। ২৮/৭/১৬ তারিখে আসরে প্রকাশিত কবিতা 'আমার বন্দী জীবনের ঠিকানা' এইরকম একটা কবিতা।কবিতাটা নিম্নরূপ----------------------------------
"অনুভুতির মাঠ,ভিজুয়াল সেন্টার,ইকো ব্যালান্সড দালান,মৌখিক ক্রিয়াকলাপ কেন্দ্র, সাঊন্ড এন্ড ওয়েভ লেন আর বাতাসী বাগান সংলগ্ন চার কামরার ফ্লাটে আবদ্ধ আমি ভাসছি লাল নীল স্রোতে--বেরোবার একটাই রাস্তায় তুমুল প্রবাহ
চেষ্টা করতে ভয় হয় যদি ডুবে যাই--সবচেয়ে অসহনীয় কান ঝালাপালা করা এক
অবিরাম ধ্বনি--এটাই কি তবে প্রেতপুরী? সোনাঝরা রোদমাখা সকালে তাজমহল
দেখাতে নিয়ে যাবে বলে আমাকে এ কোথায় আনলে অনু ডার্লিং?কোনো উত্তর নেই,আন্দাজে ঠাহর করি প্রিয়তমার চেনা স্বর--' যা তোমাদের থেকেও নেই অথচ
আমাদের আছে আর সেখানেই তোমাকে সারাজীবনের জন্যে আটকে রেখেছি
'বোকা ঈশ্বর'----জায়গাটা মন্দ নয় বেশ কোজি আবহে ভরা যেখানে ছোঁয়া দিলে
-----------ধুম লেগে যায়.........
সূত্র--অনুভুতির মাঠ(ব্রেইন তথা মগজ)ভিজুয়াল সেন্টার(চোখ) ইকো ব্যালান্সড দালান(কান)মৌখিক ক্রিয়াকলাপ কেন্দ্র(মুখগহ্বর)সাউন্ড এন্ড ওয়েভ লেন(খাদ্যনালী ও শ্বাসনালী) বাতাসী বাগান(ফুসফুস) এইসব সংলগ্ন চার কামরার
ফ্লাট( হার্ট) ভাসছি লাল-নীল স্রোত মানে (অক্সিজেনেটড এবং ডি-অক্সিজেনেটেড রক্ত)বেরোবার রাস্তা ( মূল রক্তপ্রবাহ নালী)অবিরাম ধ্বনি(হার্ট-বিটস্ )।অবস্থান জানত চাইলে প্রেয়সী বললো 'যা তোমাদের (পুরুষদের) থাকতেও নেই অথচ আমাদের(মেয়েদের)আছে--প্রেমিক ঠিক সেখানে অর্থাত্ প্রেয়সীর "হৃদয়ে"। শেষ সূত্র তথা ইঙ্গিতটা ছিল------' যেখানে ছোঁয়া লাগলে--" হৃদকমলে"--ধুম লেগে যায়------
কবি পাঠকের কাছে অবস্থান জানতে চান--একমাত্র সুপ্রিয় কবি অনুপ মজুমদার সঠিক উত্তর দেন।দুর্বোধ্য কবিতা কয়েকবার পড়ার পরই সাবজেক্ট টা বোঝা যায়।
এই আসরে দুর্বোধ্য কবিতায় পারদর্শী কয়েকজন হলেন নিম্নরূপ----
সুপ্রিয় কবি 'Avi,দীপঙ্কর,শ্রাবণী সিংহ (রোমান্স)---
সুপ্রিয় কবি সাবলীল মনির(সমাজ সচেতনতা,প্রতিবাদী)
সুপ্রিয় কবি জসীম উদ্দীন মুহম্মদ(জীবনবোধ)
সুপ্রিয় কবি'সরকার মুনীর(সমকালীন অবক্ষয়)
আপাত দুর্বোধ্য কবিতার এক অন্তরিন ভাষা থাকে সেটা বুঝে উঠতে পারলেই আনন্দলাভ হয় অবশ্য একটু ধৈর্যসহকারে পড়তে হয়। আজ এইটুকুই থাক।